ফোন যত পুরনো হতে থাকে ততই স্লো হতে শুরু করে। অনেকেই সেই কারণে বিভিন্ন ক্লিনিং অ্য়াপ ব্যবহার করেন। কিন্তু তাতে যে খুব একটা সুরাহা হয় এমনটা নয়। তবে অনেকেই ফোন রিস্টার্ট করে সমস্যা সমাধানের চেষ্টা করেন। এর ফলে কি সমাধান হয় আদৌ?
ফোন স্লো হওয়া থেকে মুক্তি হতে সম্প্রতি এক বিশেষ দাওয়াই দিয়েছে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। তাদের তরফে জানানো হয়েছে ফোন রিস্টার্ট করে ফোন স্লো হওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
কেন ফোন রিস্টার্ট করা জরুরি?
সপ্তাহে অন্তত কিছুদিন ফোন রিস্টার্ট করা উচিত। কারণ এর ফলে ফোনে যে ভাইরাস রয়েছে বা ম্যালিসিয়াস সফ্টওয়ার থাকে সেগুলি কাজ করা বন্ধ করে দেয়। এর ফলে ফোনের স্পিড বৃদ্ধি পায়।
আর কী কী সুবিধা হয়?
মোবাইল ফোন রিস্টার্ট করলে ফোনের মধ্য থাকা ভাইরাসও কাজ করা বন্ধ হয়। ফলে যদি কোনও হ্যাকার ফোন হ্যাকিংয়ের চেষ্টা করে তাহলে তাদের চেষ্টা বিফলে যাবে।