প্রায়শই নিত্য নতুন ফিচার যোগ করে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্য়াপ। ব্যাবহারকারীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী এবার থেকে HD ভিডিও শেয়ারিং অপশন আনল সংস্থাটি। ইতিমধ্যে অ্য়ান্ডরয়েড এবং আই ও এস প্ল্যাটফর্মের ক্ষেত্রেই ফিচারটি লাইভ হয়ে গিয়েছে।
কয়েকদিন আগেই HD ইমেজ শেয়ার অপশন চালু করেছিল সংস্থাটি। তার কয়েকদিনের মধ্যেই HD ভিডিও শেয়ার ফিচার যোগ করায় স্বাভাবিকভাবেই খুশি ব্যবহারকারীরা। এর ফলে কোনও লিঙ্ক শেয়ার না করেই সরাসরি HD কোয়ালিটির ভিডিও শেয়ার করা সম্ভব হবে। এবং এবং কোয়ালিটির কোনও জেনারেশন লস হবে না।
কীভাবে Whatsapp-এর মাধ্যমে HD ভিডিও শেয়ার করবেন?
এই ফিচারটি ব্যবহার করা খুবই সহজ। যে ফাইলটি ব্যবহারকারীরা পাঠাতে চাইছেন সেটি প্রথমে সিলেক্ট করতে হবে। এরপর সেন্ড বাটন প্রেস করার আগেই একদম উপরে HD লেখা একটি আইকন দেখা যাবে। সেখানে ট্যাপ করলেই স্ট্যান্ডার্ড কোয়ালিটি থেকে HD-তে ফাইলটি কনভার্ট হয়ে যাবে। এবং সেটি সেন্ডারের কাছে চলে যাবে।
Read More- হোয়াটসঅ্যাপের নয়া আপডেট, গ্রুপ তৈরি করার আগে দিতে হবে না নাম
যদিও এই ফিচারটি ব্যবহার করলে অতিরিক্ত ডেটা খরচ হবে। তারসঙ্গে অতিরিক্ত স্টোরেজও প্রয়োজন হবে।