ফোন ছাড়া এক মুহূর্তই চলা যায় না। আট থেকে আশি সবাই যেন ফোনে বুঁদ। তবে, এ ব্যধি শুধু ভারতের না। সারা বিশ্বের বিভিন্ন দেশের মানুষদের মধ্যেই রয়েছে এই আসক্তি। আজ জেনে নেওয়া যাক স্মার্টফোনের আসক্তি নিরিখে বিশ্বের প্রথম দশটি দেশ কী কী আর ভারতের স্থানই বা কোথায়?
স্মার্টফোন আসক্তি নিয়ে সম্প্রতি একটি গবেষণা করে ম্যাকগিল বিশ্ববিদ্যালয়। এই গবেষণা থেকে জানা গিয়েছে, বিশ্বের সব থেকে বেশি স্মার্টফোন ব্যবহার হয় চিন দেশে। এরপরেই যথাক্রমে রয়েছে সৌদি আরব, মালয়েশিয়া, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, ইরান, কানাডা, তুর্কি, ইজিপ্ট এবং নেপাল।
না। উক্ত গবেষণা অনুযায়ী, মোবাইল ব্যবহারে প্রথম দশটি দেশের মধ্যে নেই ভারতের নাম। বরং স্মার্টফোন ব্যবহারের নিরিখে একটু পিছিয়ে রয়েছে ভারত। এই তালিকার ১৭ নম্বরে নাম রয়েছে ভারতের।