লাফিয়ে বেড়েছে বিভিন্ন টেলিকম সংস্থার ট্যারিফ। জিও, এয়ারটেল থেকে শুরু করে একাধিক প্রথম সারির টেলিকম সংস্থার রিচার্জ প্ল্যান ১০০ থেকে ১৫০ টাকা করে বেড়ে গিয়েছে। যার ফলে সমস্যায় পড়েছেন অনেকেই। কারণ খসছে অতিরিক্ত টাকা। এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে একমাত্র BSNL। এখনও পর্যন্ত কোনও অতিরিক্ত টাকা বৃদ্ধি করা হয়নি। যার ফলে অনেকেই এখন BSNL-এ পোর্ট করাচ্ছেন। গত কয়েকদিনে রেকর্ড সংখ্যক সিম কার্ড বিক্রি হয়েছে BSNL-এর।
সরকারি এই টেলিকম সংস্থার একটি বিশেষ প্ল্যানের সুবিধা শুনলে আকাশ থেকে পড়তে পারেন। যেখানে জিও বা অন্যান্য সংস্থার ক্ষেত্রে ৭০০ টাকার অধিক রিচার্জ করলেও মাত্র ৫০ থেকে ৫৬ দিনের সুবিধা পাওয়া যায়, সেখানে BSNL-এ ৭৯৭ টাকা দিয়ে প্রিপেড রিচার্জ করলে ৩০০ দিন পর্যন্ত মেয়াদ থাকবে। এই প্ল্যানের বৈধতা ৩৬৫ দিন থেকে ৬৫ দিন কমিয়েছে বিএসএনএল। তবে এই প্ল্যানে কোনও নেট ব্যবহারের সুবিধা পাওয়া যাবে না, কেবল অবাধে কথা বলা যাবে।
আর, যাঁরা বেশি ডেটা ব্যবহার করেন তাঁদের জন্য সম্প্রতি একটি প্ল্যান লঞ্চ করেছে সংস্থাটি। যার মাধ্যমে 320GB ডেটা ব্যবহারের সুবিধা পাবেন। নয়া এই প্ল্যানটির জন্য ব্যবহারকারীদের খরচ করতে হবে ৯৯৭টাকা। লং টার্ম ভ্যালিডিটির পাশাপাশি ডেটা, আনলিমিটেড কলিং, SMS-এর সুবিধা পাবেন।