ফুলটাইম টেকনোলজি (Full-time Technology) বা পূর্ণ সময়ের প্রযুক্তি-নির্ভর কাজগুলিতে ৫ শতাংশ করে প্রতিস্থাপন হবে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে। আগামী ৫ বছর ধরে। জানাল ইকোনমিক টাইমস (Economic Times)। আউটসোর্সিং বিশেষজ্ঞ পারেখ জৈন জানিয়েছেন প্রতি বছরই আরও নতুন AI প্রযুক্তি আসবে, যার ফলে বিশেষ করে প্রযুক্তিক্ষেত্রে স্পষ্টতই প্রতিকূল হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে হিউম্যান ইন্টালিজেন্সের চিরাচরিত ধারাটির।
আরও পড়ুন: সঙ্গী আপনাকে ঠকাচ্ছে কিংবা অন্যের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে ? বলে দেবে এআই !
"রাতারাতি বিরাট এক পরিবর্তন হবে। এটি এমন এক ভূমিকা, যার জন্য বেশি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতারও প্রয়োজন হয় না। কর্মক্ষেত্রে এই ধরনের কাজগুলি আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের দ্বারাই হয়ে চলেছে বেশ কিছুদিন যাবৎ। এবার এই পরিমাণ আরও বাড়বে", বলেও জানান পারেখ জৈন।
জানা গিয়েছে, AI-এর ক্রমবর্ধমান ব্যবহারের ফলে প্রযুক্তিক্ষেত্রে সাধারণ চাকরি ক্রমশ কমবে। আর, উচ্চপদের চাকরিতে সিদ্ধান্ত গ্রহণ এবং কৌশলগত ভূমিকা জড়িত থাকবে, যেখানে AI -এর প্রত্যক্ষ প্রভাব অতটা থাকবে না।