মাঝে মধ্যেই নেমে আসছে অঝোরে বৃষ্টি। ফলে বাড়ির বাইরে বেরোলে অনেক সময়ই ভিজতে হচ্ছে। চিন্তা বাড়ছে সঙ্গে থাকা মুঠোফোনটি নিয়ে।
মোবাইল ফোন জলে ভিজে গেলে একাধিক সমস্যা তৈরি হয়। অনেক ক্ষেত্রে সঠিক ভাবে কাজ করাই বন্ধ হয়ে যায়। কিন্তু কয়েকটি সাধারণ টোটকা মাথায় রাখলে বাড়িতেই সেই সব সমস্যা সমাধান করতে পারবেন। সুইচ অফ বা রিসেটের মতো কয়েকটি বিষয় মাথায় রাখলেই ফোন থাকবে নতুনের মতোই।
ফোন সুইচ অফ- ফোন যদি জলে সম্পূর্ণ ভিজে যায় তাহলে যত দ্রুত সম্ভব ফোনটি অফ করুন। এবং ঘণ্টা খানেক অফ অবস্থাতেই রেখে দিন। শুকনো কাপড় দিয়ে ধীরে ধীরে ফোনের বাইরের অংশ মুছে ফেলুন।
রিসেট- প্রতিটি ফোনেই রিসেট অপশন থাকে। জলে ভিজে গেল ফোন ম্যালফাংশেনিং করতে শুরু করে। সেক্ষেত্রে রিসেট করতে পারেন। সেক্ষেত্রে কিছু ডেটা ডিলিট হতে পারে। কিন্তু ম্যালফাংশেনিংয়ের সমস্যা সমাধানের সম্ভাবনা রয়েছে।
Read More- দরকার নেই ইন্টারনেট, অফলাইনে খেলার জন্য ফোনে রাখুন এই ৪ গেম
কেসিং ডিট্যাচ- ফোনের ভিতর জল ঢুকলে যদি সম্ভব হয় ফোনের কভার এবং ব্যাক কেসিং খুলে দিন। এছাড়াও যদি স্ক্রিন প্রটেক্টর থাকে তাহলে সেটাও খুলে রাখুন কিছুক্ষণ। এর ফলে ভিতরে জল ঢুকলে তা বেরিয়ে আসবে। সম্ভব হলে হেয়ার ড্রায়ার দিয়ে ভিতরের অংশ শুকিয়ে নিতে পারেন।