পুজো শুরু হয়ে গিয়েছে। সারাদিন চলছে আড্ডা, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি। পাশাপাশি সেই মুহূর্তগুলো বন্দি করে রাখার জন্য চলছে প্রিয়জনের সঙ্গে ছবি তোলার পর্ব। কিন্তু ছবি তোলার সময়েই অনেকের ক্যামেরায় সমস্যা দেখা দেয়। ছবি ঝাপসা হচ্ছে অথবা অতিরিক্ত আলো ঢুকছে লেন্সে। যার ফলে ছবি তুলেও মন ভরছে না। কয়েকটি বিষয় মাথায় রাখালেই এই সমস্যায় সমাধান সম্ভব।
ক্যামেরার এক্সটারন্যাল পার্ট এবং সিস্টেমের কিছু সমস্যা থাকলে এই সমস্যা দেখা দিতে পারে। সেকারণে ছবি তোলার আগে ক্যামেরা সেটিংস ভালো করে দেখে নিন। প্রতিটি ক্যামেরায় একাধিক মোড থাকে। কোন সময়ে ছবি তুলছেন সেই বিষয়টি মাথায় রেখে মোড সিলেক্ট করুন। পাশাপাশি লেন্সে ময়লা জমে রয়েছে কিনা সেই বিষয়টিও খেয়াল রাখুন।
ঝকঝকে ছবি পেতে হলে যে বিষয়গুলি মাথায় রাখবেন-
ক্যামেরার লেন্স পরিষ্কার
দীর্ঘ সময় ধরে ছবি তুললে লেন্সে ধুলো বা বিভিন্ন ময়লা জমতে পারে। এতে ছবি ব্লার হওয়ার ভীষণ সম্ভাবনা থাকে। সেকারণে নিজের কাছে একটি মাইক্রোফাইবার কাপড় রেখে দিন। যা দিয়ে ফোন বা DSLR এর লেন্স পরিষ্কার রাখতে পারবেন।
আলোর সমস্যা-
ভালো ছবি তুলতে প্রয়োজন সঠিক আলো। সেকারণে ছবির ফ্রেম নির্বাচন করার সময় অবশ্যই আলোর বিষয়টি মাথায় রাখা জরুরি।
Read More- ডিজিটাল লেনদেনে ঝুঁকি কমাবে, কমবে প্রতারণার আতঙ্ক, ভারতে গুগলের নতুন অস্ত্র ডিজিকবচ
ক্যামেরা সেটিং
যে ছবি তুলবেন সেই ছবি কোন মোডে সঠিক হবে তা আগেই সিদ্ধান্ত নিতে হবে। ভুল মোড সিলেক্ট করলে ছবি ব্লার হওয়ার সম্ভাবনা থাকে।
ছবির ফোকাস পয়েন্ট সিলেক্ট
যে ছবি তুলছেন সেই ছবির সাবজেক্ট পয়েন্টটি সঠিক ভাবে সিলেক্ট করে ফোকাস করতে হবে। কারণে কোনও কারণে ফোকাস ভুল হলে সাবজেক্ট ব্লার হবে।