সিম কার্ড নেওয়ার জন্য নতুন নিয়ম জারি করা হয়েছ। ১ জুলাই থেকে ওই নিয়ম কার্যকর হবে। এর ফলে গ্রাহকদের অনেকটাই সুবিধা হবে। জানানো হয়েছে, শুধু গ্রাহক সুবিধা নয়, প্রতারণার হাত থেকেও বাঁচা সম্ভব।
কী সুবিধা হবে গ্রাহকদের?
এতদিন পর্যন্ত কোনও সিম হারিয়ে যাওয়ার পর সেই নম্বরের সিম তুলতে হলে নির্দিষ্ট প্রভাইডারের কাছেই আবেদন করতে হয়। কিন্তু ১ জুলাই থেকে সেই নিয়মে বদল আসছে। সিম হারিয়ে ফেললে MNP-র মাধ্যমে ভিন্ন প্রভাইডারের কাছ থেকে সিম সংগ্রহ করতে পারবেন।
এছাড়াও সিম সোয়াইপের সময়সীমার মধ্যেও বদল আনা হচ্ছে। এতদিন ১০ দিনের ওয়েট পিরিয়ড থাকলেও এবার তা বদল আসছে। চার দিনের মধ্যেই হবে রিপ্লেসমেন্ট।