উবের মাত্রাতিরিক্ত ভাড়ার জেরে বাজারে চাহিদা বাড়ছেই ইনড্রাইভের। সেই কারণেই এবার নয়া ফিচার নিয়ে এল উবের। এটির নাম উবের ফ্লেক্স।
কী করা যাবে এই ফিচারে?
এই ফিচারটি বেশ খানিকটা ইনড্রাইভের মতোই। ওলা-উবেরে যেমন আপনাকে যা ভাড়া দেখায় সেটাই দিতে হয়। এখানে আপনি ভাড়া ঠিক করার অপশন পাবেন।
মূলত ইনড্রাইভের জনপ্রিয়তার সঙ্গে টেক্কা দিতেই এই নয়া ফিচার নিয়ে আসতে চলেছে উবের। উবের ফ্লেক্স সাধারণ ওলা-উবেরের থেকে অনেকটাই কম চার্জ করে।
আরও পড়ুন - ভোটার কার্ডের খারাপ ছবি বদল করবেন? রইল উপায়
আপাতত দেশের টায়ার টু এবং থ্রি শহরগুলিতে এটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। খুব শীঘ্রই ভারতের বড় শহরগুলিতে চালু হবে এই পরিষেবা। যদিও এখনোই সব শহরে এই পরিষেবা চালু কড়া সম্ভব নয় বলেই জানিয়েছে সংস্থাটি।