ডোমেস্টিক চার্জিং সলিউশন ব্র্যান্ড আর্বান লঞ্চ করল বিশ্বের সবথেকে ছোটো পাওয়ার ব্যাঙ্ক। দুটি ভ্যারিয়েন্টে ওই পাওয়ার ব্যাঙ্কটি লঞ্চ করা হয়েছে। তারমধ্যে একটি ১০ হাজার mAh এবং অন্যটি ২০ হাজার mAh ক্ষমতা সম্পন্ন। ০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হতে এই পাওয়ার ব্যাঙ্কটির সময় লাগবে মাত্র ৩০ মিনিট।
আর্বানের এই পাওয়ার ব্যাঙ্কের একটির দাম রাখা হয়েছে ১৬৪৯ টাকা এবং অন্যটির দাম রয়েছে ২৪৯৯টাকা। দুটি প্রডাক্টই অ্য়ামাজন থেকে কিনতে পারবেন ক্রেতারা। এছাড়াও ক্রোমা এবং আর্বানের D2C প্ল্যাটফর্ম থেকেও অর্ডার দিতে পারবেন।
আর্বানের এই পাওয়ারব্যাঙ্কটি একাধিক কালারে উপলব্ধ। এক বছরের ওয়ারেন্টি রয়েছে ওই প্রডাক্টে। অ্য়ান্ডরয়েড এবং iPhone-এ সাপোর্ট করবে ওই পাওয়ারব্যাঙ্ক।
আর্বান ন্যানো পাওয়ার ব্যাঙ্কে দেওয়া হয়েছে ২২.৫ ওয়াট চার্জিং স্পিড। ট্রিপল চার্জিং পোর্ট থাকছে। USB A থেকে শুরু USB C চার্জিং পোর্ট রয়েছে ওই পাওয়ার ব্যাঙ্কে।