আধার কার্ড (Aadhaar Card) দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়ার ঘটনা সদ্য ঘটেছে বাংলায়। এই প্রতারণা দেশ জুড়েই চলছে। অথচ সর্বক্ষেত্রেই লাগে আপনার আধার নম্বর। এমতাবস্থায় সবার আগে জরুরি আপনার আধার কার্ড নিরাপদ রাখা।
এবাদে আপনি ব্যবহার করতে পারেন মাস্কড আধার (Masked Aadhaar), আধারের মতোই মাস্ক আধার কার্ড ও ব্যবহার করা যাবে প্রয়োজনীয় জায়গায়।
Electric Car: দূষণ কমাতে বড় পদক্ষেপ রাজ্যের, সরকারি দফতরে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের নির্দেশ
এটি আধারকার্ডেরই একটি মাস্কড বা ঢাকা ভার্সন। এই আধারে প্রথম ৪টি ডিজিট লুকানো থাকে, কেবল ৪টি ডিজিট দেখা যায়। তাই আপনার আধার কার্ড হারিয়ে বা চুরি হয়ে গেলেও তথ্য ফাঁসের ভয় থাকবে না মাস্ক আধার ব্যবহারে। UIDAI’র তথ্য অনুসারে মাস্কড আধার কার্ড সম্পূর্ণ বৈধ, কিন্তু কিছু কিছু সরকারি ক্ষেত্রে এই মাস্কড আধার নাও চলতে পারে কারণ সেখানে ১২ টি নম্বরই প্রয়োজন হয়।