অফিসের কাজে হোয়াটসঅ্যাপ লাগে অনেকেরই। ব্যক্তিগত জীবন ও পেশার সব মেসেজ সব একই প্ল্যাটফর্মে এসে যায়। যার ফলে চাপ বাড়ে ফোনেও। এবার একটি ডিভাইসে, একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে দুটি নম্বর ব্যবহার করা যাবে। এক্ষেত্রে শুধু সুইচ অ্যাকাউন্ট করতে হবে। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেই এই পরিষেবা পাওয়া যাবে।
কী ভাবে এই সুবিধা পাবেন
প্রথমে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। ডানদিকে কোনে থ্রি-ডট বাটন দেখতে পাবেন। ক্লিক করলে বেশ কয়েকটি অপশন খুলে যাবে। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলেই দ্বিতীয় নম্বরে ট্রান্সফার হয়ে যাবে হোয়াটসঅ্যাপ। তখন অন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।
আগামী দিনে চ্য়াট লক ফিচার আনবে হোয়াটসঅ্যাপ ওয়েব। মোবাইল ভার্সনে ইতিমধ্যেই এসে গিয়েছে। ওয়েব ভার্সনেও এবার পাসকোড ও ফেস আইডির মাধ্যমে আলাদা চ্যাট লক করে রাখা যাবে।