Smartphone tips: ফোন জলে পড়লে ভুলেও এই কাজগুলি করবেন না, মারাত্মক বিপদ হতে পারে

Updated : Sep 02, 2024 07:27
|
Editorji News Desk

বর্তমান সময়ে মোবাইল ফোন অতি গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। শুধু কথা বলা নয়, অনলাইনের একাধিক কাজ করা সম্ভব। কিন্তু মাঝে মাঝে দুর্ঘটনার ঘটে। যার ফলে পুরোপুরি অকেজো হয়ে যায় পছন্দের স্মার্টফোন। 

স্মার্টফোন জলে পড়ে গেলে বিপদ সবথেকে বাড়ে। কারণ কোনও ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে জল ঢুকলে ফোনের সার্কিটে সমস্যা তৈরি হয়। অতি দ্রুত ব্যবস্থা না নিলে পুরোপুরি বিকল হতে পারে পছন্দের স্মার্টফোন। সেই কারণে এই ধরনের কোনও ঘটনা ঘটলে কী কী করণীয় তা নিয়ে অনেকের অজানা। 

সম্প্রতি Apple এর তরফে এই বিষয়ে সাবধান করা হয়েছে। জানানো হয়েছে, কোনও অ্য়াপল ডিভাইস জলে পড়ে গেলে কী কী করণীয় সেই বিষয়ে জানানো হয়েছে। 

অ্য়াপেলের তরফে বলা হয়েছে, কোনও ডিভাইস জলে পড়ে গেলে দ্রুত তা জল থেকে তুলে শোকাতে দিতে হবে। কিন্তু রোদের নীচে রাখা যাবে না। ছায়াযুক্ত এলাকায় যেখানে ভালোভাবে হাওয়া বাতাস চলাচল করে সেখানেই রাখতে হবে ফোনটি। এবং ফোন থেকে জল বেরিয়ে যাওয়ার জন্য কমপক্ষে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। নির্দিষ্ট সময় পর ফোনথেকে জল বেরিয়ে গেলে চার্জিং সকেটের সঙ্গে ফোন যুক্ত করা যেতে পারে। 

 অন্যদিকে জানানো হয়েছে, ফোন শোকানোর জন্য হট ব্লোয়ার বা কোনও হিটিং ইনস্ট্রুমেন্টের কাছে রাখা উচিত নয়। এর ফলে ইন্টারন্যাল সার্কিটের সমস্যা হতে পারে এবং ফোন ম্য়াল ফাংসেনিং হবে। 

বর্তমানে সিংহভাগ ফোনই ওয়াটার রেজিস্টেন্স। ফলে জলে পড়লেও ফোন খারাপ হওয়ার সম্ভাবনা খুবই কম।

Smartphone

Recommended For You

editorji | প্রযুক্তি

Smartphone Buying tips: দামী স্মার্টফোন কেনার প্ল্যান করছেন! সত্যিই কোনও লাভ হবে আপনার? জেনে নিন

editorji | প্রযুক্তি

IQOO 13 specification: ঝকঝকে ছবি, আলট্রা কুলিং টেকনোলজি! ভারতে লঞ্চ হল IQOO 13

editorji | প্রযুক্তি

UBER One: বিনা পয়সায় Uber রাইড, কীভাবে পাবেন এই সুবিধা? জানুন

editorji | প্রযুক্তি

Apaar Card : আধারের মতোই গুরুত্বপূর্ণ পরিচয়পত্র 'আপার কার্ড', কী হবে এই নথি দিয়ে?

editorji | প্রযুক্তি

Death App: কোনদিন ঘনিয়ে আসবে মৃত্যু? জানিয়ে দেবে বিশেষ অ্যাপ