নিত্য যোগাযোগের এই মুহূর্তে সবচেয়ে বিশ্বাসযোগ্য মাধ্যম হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। প্রায় নিত্যদিনই অসংখ্য মেসেজ এসে জমা হয় সকলের ফোনে। কিছু কিছু সময়, তা পড়াও হয় না। আবার কিছু কিছু গ্ৰুপ কিংবা ব্রডকাস্ট মেসেজ এসেও অনেক সময় জমা হয়, যা খুব একটা প্রয়োজনীয় নয়। তবু দিনের পর দিন সেই মেসেজগুলি জমতে শুরু করে।
এবার এই আনরিড মেসেজের ঝক্কি দূর করতে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এক্ষেত্রে আনরিড মেসেজ না খুলেই একবারে উড়িয়ে দেওয়া যাবে। একটি রিপোর্টে জানা গিয়েছে ,ইতিমধ্যেই সেটিংস অপশন নিয়ে পরীক্ষা শুরু করেছে হোয়াটসঅ্যাপ।