নতুন একটি ফিচার আসতে চলেছে হোয়াটসঅ্য়াপে। এবার আর শুধু অডিয়ো নোট নয়, পাঠানো যাবে ভিডিয়ো নোট। হোয়াটসঅ্য়াপ বিটা ইনফোতে এই বিষয়টি জানানো হয়েছে। ভিডিয়ো এবং ফটো অপশনের পাশে এই সংক্রান্ত একটি ফিচার যোগ করা হবে।
কী সুবিধা পাওয়া যাবে?
যেকোনও চ্যাট উইন্ডো-তে ফটো ও অডিও নোটের জন্য দুটি আইকন থাকে। এবার সেখানেই থাকবে ভিডিয়ো নোটের আইকন। যার মাধ্যমে খুব দ্রুত কোনও ভিডিয়ো পাঠানো সম্ভব।
ইতিমধ্যে বিটা ভার্সনে এই ফিচারটি চালু করা হচ্ছে। অ্য়ান্ডরয়েড এবং iOS-এ এই সুবিধা পাওয়া যাবে। তবে সর্বাধিক ৬০ সেকেন্ডের ভিডিয়ো তৈরি করা যাবে এই ফিচারে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা জানিয়েছেন, অতি দ্রুত এই ফিচারটি রোল আউট করা শুরু করবে। এবং ধীরে ধীরে ব্যবহারকারীদের কাছে পৌঁছবে ফিচারটি।