সবসময় ফোনে কথা বলা সম্ভব হয় না। সেকারণে চ্যাট করতেই অনেকেই পছন্দ করেন। চ্যাটিং অ্য়াপগুলির মধ্যে শীর্ষে রয়েছে Whastsapp। বিশ্বজুড়ে কয়েক কোটি ব্যবহারকারী রয়েছে ওই Meta-র ওই প্ল্যাটফর্মটির।
নির্দিষ্ট সময় অন্তর WhatsApp-এ বিভিন্ন আপডেট আসে। যার ফলে ব্যবহারকারীদের চ্যাটিংয়ের ক্ষেত্রে খুবই সুবিধা হয়। আর সেকারণে জনপ্রিয়তার দিক থেকেও হোয়াটসঅ্য়াপ সর্বদা শীর্ষে।
ইনস্ট্যান্ট চ্যাটিং অ্যাপ হিসেবে হোয়াটসঅ্য়াপ শীর্ষে থাকলেও এই প্ল্যাটফর্মের বেশ কয়েকটি প্রতিযোগী রয়েছে। তারমধ্যে রয়েছে হাইক, টেলিগ্রাম ইত্যাদি। এই দুটি প্ল্যাটফর্মেও একাধিক ফিচার অ্য়াড করা হয়েছে।
২০২৪ সালের শুরু থেকেই একাধিক নতুন ফিচার অ্য়াড করা হয়েছে Meta-র ওই প্ল্যাটফর্মটিতে। তার মধ্যে রয়েছে মেসেজ ফাইন্ডিং ফিচার, চ্যাট লক ফিচার, ভিডিও স্টেটাস, ইন্টারন্যাশনাল পেমেন্ট ফিচার সহ একাধিক। বছরের মাঝামাঝি সময়ে চলতি মাসে আরও একটি ফিচার আপডেট করল Meta-র ওই প্ল্যাটফর্মটি। নয়া ফিচারে সুবিধা হবে ব্যবহারকারীদের।
Read More- আনরিড মেসেজের ঝক্কি আর নয়! ইউজার ফ্রেন্ডলি ফিচার আনছে হোয়াটসঅ্যাপ
চলতি বছরেই একটি নতুন ফিচার অ্য়াড করেছিল Whatsapp। যার মাধ্যমে অডিও বা ভয়েস নোট স্টেটাস দিতে পারেন ব্যবহারকারীরা। কিন্তু এবার ওই ফিচারটি আরও আপডেট করল তারা। এবার থেকে আর ৩০ সেকেন্ড নয়, ১ মিনিটের অডিও স্টেটাস দেওয়া যাবে Whatsapp-এ। সম্প্রতি হোয়াটসঅ্য়াপ বিটা ইনফো এই খবর জানিয়েছে।
শুধু অডিও বা ভয়েস নোট নয়, লং ভিডিয়োও এবার থেকে স্টেটাস দিতে পারবেন WHatsapp ব্যবহারকারীরা। যদিও এখনই সব ব্যবহারকারীরা এই ফিচার পাবেন না। Whatsapp-ব্যবহারকারীদের সর্বপ্রথম নিজেদের ফোনে থাকা অ্য়াপ আপডেট করতে হবে। তাহলেই এই ফিচারটি ব্যবহার করা সম্ভব
যদিও WABetainfo-এক্ষেত্রে জানিয়েছে একবারে সব ব্যবহারকারীরা এই ফিচারটি পাবেন না। কারণ নতুন এই আপডেটটি ধাপে ধাপে ব্যবহারকারীদের কাছে পাঠাচ্ছে মেটা। তবে যাঁরা WhatsApp Beta ভার্সন ব্যবহার করেন তাঁদের প্রত্যেকের কাছেই নতুন এই ভার্সনটি একনই ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছে।
এর সঙ্গে আরও একটি নতুন ফিচার চালু করার চিন্তাভাবনা করছে Whatsapp। ২০২৩ সালে শুধুমাত্র স্মার্টফোনের জন্য চ্যাট লক ফিচার চালু করেছিল এই ইনস্ট্যান্ট চ্যাটিং প্ল্যাটফর্মটি। কিন্তু এবার লিঙ্ক ডিভাইসেও চ্যাট লক ফিচার ব্যবহার করা যাবে। যদিও এই ফিচারটি এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়। সংস্থার ডেভেলপাররা তা ওই ফিচারটি ডেস্কটপে ইম্লিমেন্টের জন্য যাবতীয় কাজ করে চলেছে। বর্তমানে Whatsapp-এর 2.24.11.9-ভার্সনেই চ্যাট লক ফিচার রয়েছে। যাঁরা এই ভার্সনের পুরনো অ্যাপ ব্যবহার করেন তাঁরা চ্যাট লক ফিচার পাবেন না।