এবার হোয়াটসঅ্যাপে QR কোড তৈরি করা যাবে। চ্যাটে ব্যবহার করা কন্টেন্ট এবার ট্রান্সফার করা যাবে আরও দ্রুত। এমনই পরিকল্পনা করছে মেটা। QR কোডের মাধ্যমেই সব ট্রান্সফার করা যাবে। গুগল ড্রাইভেও পাঠানো যাবে হোয়াটসঅ্যাপের ছবি, ভিডিয়ো, ডকুমেন্ট।
হোয়াটসঅ্যাপ বিটা-ইনফো থেকে জানা গিয়েছে, নতুন চ্যাট ট্রান্সফারের ক্ষেত্রে এই নিয়ম আনা হচ্ছে। চ্যাট ডেটা সরাসরি এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ট্রান্সফার করা সহজ হবে বলে দাবি মেটার। জানা গিয়েছে, অ্যান্ডড্রয়েড ডিভাইসের জন্য এই ফিচার চালু হতে চলেছে।