যারা অফিসে বা কর্মক্ষেত্রে ল্যাপটপ বা ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন, তাঁদের ক্ষেত্রে অনেক সময়েই, না চাইতেও অনেক গোপন কথাও, চোখে পড়ে যায় সহকর্মীদের। এবার এরই প্রতিকার আনছে হোয়াটসঅ্যাপ।
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণের জন্য একটি নতুন "চ্যাট লক" বৈশিষ্ট্য পরীক্ষা করে দেখা হচ্ছে। যা মোবাইলে ইতিমধ্যে উপলব্ধ। এর সাহায্যে আপনি আপনার ল্যাপটপেও সুরক্ষিত রাখতে পারবেন চ্যাট।
WABetaInfo-জানিয়েছে, একটি সাম্প্রতিক আপডেট এসেছে। ওয়েব অ্যাপের সাইডবারে একটি প্যাডলক আইকন বের করেছে মেটা। এর মাধ্যমে চ্যাট লক করা যাবে। এর দ্বারা নিরাপত্তা আরও বাড়বে। আপনার ফোনের স্ক্রিন লক বা ওয়েব সংস্করণের জন্য একটি ডেডিকেটেড পাসকোড ব্যবহার করার পরেই এই গোপন স্থানটি অ্যাক্সেসযোগ্য হবে।