হোয়াটসঅ্য়াপ নিয়মিত তাদের ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ফিচার আপডেট করে। সম্প্রতি হোম স্ক্রিনের লে-আউটে বদল আনা হয়েছে। এবার প্রাইভেসি সেটিংসে আরও একটি নতুন ফিচার যোগ করতে চলেছে তারা।
নতুন ফিচার
এবার থেকে Whatsapp-এর প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নেওয়া যাবে না। নতুন এই ফিচারটির বিষয়ে জানিয়েছে অ্য়ান্ডরয়েড পুলিশ। ওই সংস্থাটির রিপোর্ট, নতুন ফিচার চালু হওয়ার ফলে প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নিতে চাইলে একটি পপ-আপ দেখা যাবে। সেখানে জানানো হবে, এই অ্য়াপের মাধ্যমে স্ক্রিনশট নেওয়া যাবে না।
যদিও হোয়াটসঅ্য়াপ ডেস্কটপে এই ফিচারটি এখনই চালু নাও হতে পারে। এছাড়াও অন্য কোনও ডিভাইসের মাধ্যমেও প্রোফাইল পিকচারের ছবি তোলার ক্ষেত্রে কোনও ব্লকিং থাকবে না।
কেন এই সিদ্ধান্ত?
নতুন এই ফিচার সম্পর্কে Meta কিছু জানায়নি। তবে নিরাপত্তার জন্যই নয়া এই ফিচার চালু করা হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে বিভিন্ন ছবি ডিপফেক প্রযুক্তিতে নকল করা হচ্ছে। এর ফলে সম্মানহানি হচ্ছে অনেকের। তার জন্যই নয়া এই ফিচার চালু করা হচ্ছে।