ব্যবহারকারীদের জন্য নিয়মিত বিভিন্ন ফিচার আপডেট করে হোয়াটসঅ্য়াপ। নতুন বছরের শুরুতেই আরও একটি ফিচার যোগ করার ঘোষণা করল মেটার এই প্ল্যাটফর্ম। এবার হোয়াটসঅ্য়াপ থেকেই অন্য প্ল্যাটফর্মে সহজেই মেসেজ করতে পারবেন ব্যবহারকারীরা।
নয়া ফিচারে কী সুবিধা?
সম্প্রতি হোয়াটসঅ্য়াপের ইঞ্জিয়ারিং বিভাগের ডিরেক্টর ডিক ব্রোউর একটি সাক্ষাৎকারে নতুন এই ফিচার সম্পর্কে জানিয়েছেন। নয়া এই পরিকল্পনা অনুযায়ী, অন্য বিভিন্ন মেসেজিং প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত হবে হোয়াটসঅ্য়াপ। ফলে ফোনে শুধু হোয়াটসঅ্য়াপ ইনস্টল থাকলেই সব অ্য়াপে চ্যাটিংয়ের সুবিধা পাওয়া যাবে। ভিন্ন অ্য়াপ ডাউনলোডের প্রয়োজন নেই। যদিও এই ফিচার কবে থেকে চালু হবে তা নির্দিষ্ট করে জানা যায়নি।
বর্তমানে একাধিক চ্যটিং প্ল্যাটফর্ম রয়েছে। যদিও সব অ্য়াপগুলি আলাদা ভাবে ইনস্টল করতে হয়। কিন্তু Whatsapp এর নয়া ফিচারে শুধুমাত্র হোয়াটসঅ্য়াপ থেকেই অন্য প্ল্যাটফর্মে চ্যাট করা সম্ভব হবে।