হোয়াটসঅ্যাপে যে কোনও প্রশ্ন করলেই উত্তর দেয় মেটা AI। তৈরি করা যায় ছবি, বিভিন্ন রেসিপি। শুধু মাত্র টেক্সট প্রম্পটেই তা সম্ভব। এবার হোয়াটসঅ্যাপ মেটা-AI-এ একাধিক ভয়েস ব্যবহার করা যাবে। ওপেন AI চ্যাটজিপিটির সঙ্গে পাল্লা দিতেই এই পরিষেবা নিয়ে কাজ করছে মেটা।
হোয়াটসঅ্যাপ বিটা ইনফো থেকে জানা গিয়েছে, মেটা AI-এর পক্ষ থেকে এবার বিভিন্ন ভয়েস ব্যবহার করতে পারবেন ইউজার্সরা। ভয়েস মোড বলে একটা ফিচার্স রাখা হবে। পাশাপাশি আঞ্চলিক ভাষার বিকল্পও দেবে হোয়াটসঅ্য়াপ। প্রথমে ইংলিশের দুরকম উচ্চারণ ব্য়বহার করতে পারবেন ব্যবহারকারীররা। পরে তা আরও বাড়ানো হবে।
এখানেই শেষ নয়, হোয়াটসঅ্য়াপ AI সেলিব্রিটিদের কণ্ঠও ব্যবহার করতে দেবে। অর্থাৎ মেটা AI-কে কোনও প্রশ্ন করলে, জবাব আসছে কোনও পরিচিত কণ্ঠ থেকে। তবে কারা সেই সেলিব্রিটি তা যদিও জানা যায়নি। ভবিষ্যতে ইংরেজি ছাড়াও এই AI চ্যাটবটের ভয়েস সাপোর্টে আরও ভাষার ব্যবহার করতে দেবে মেটা। বিশ্বজুড়ে ব্যবহারকারীদের এমনই আপডেট দেবে মেটার প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।