এবার ইউজার নেম নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। ওয়েব ক্লায়েন্টের মাধ্যমে এবার ব্যবহারকারীরা ইউজার নেম তৈরি করতে পারবেন। যার ফলে প্রত্যেক ব্যবহারকারীর ইউনিক আইডেন্টিটি তৈরি হবে। হোয়াটসঅ্যাপে চ্যাট করতে আর নম্বরে সার্চ করার ঝামেলা থাকবে না। ইউজার নেম দিয়ে সার্চ করলেই চ্যাট করতে পারবেন ব্যবহারকারীরা। এমনই জানিয়েছে হোয়াটসঅ্যাপ বিটা ইনফো।
এতদিন হোয়াটসঅ্যাপে চ্যাট করতে গেলে ফোন নম্বর বাধ্যতামূলক ছিল। যার ফলে ফোন নম্বর প্রকাশ হওয়ার ভয়ও থাকত। মেটার প্ল্যাটফর্ম এবার ব্যবহারকারীদের নম্বর গোপন করে ইউজার আইডি দিয়ে চ্য়াট করার অপশন দেবে। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এই ইউজার আইডি বদলানোরও অপশন দেবে হোয়াটসঅ্যাপ।
ওয়েব ক্লায়েন্টের ফিউচার আপডেটে এই সুবিধা পাওয়া যাবে বলে জানা গিয়েছে। পাশাপাশি ভিডিয়ো কলের ব্যাকগ্রাউন্ডে মিউজিকও অ্যাড করবে মেটা। যার ফলে হোয়াটসঅ্যাপে ভিডিয়ো কল করলে, তার পিছনে মিউজিক বাজবে।