ইন অ্য়াপ ক্যামেরার জন্য নতুন একটি ফিচার লঞ্চ করতে চলেছে Whatsapp। এবার থেকে স্টিল এবং ভিডিওর ক্ষেত্রে জুম কন্ট্রোল ফিচার চালু করতে চলেছে মেটার এই চ্যাটিং প্ল্যাটফর্মটি। তবে এখনও সবার জন্য নতুন এই ফিচারটি চালু করা হয়নি।
WhatsApp Beta info-র তরফে সম্প্রতি জানানো হয়েছে, ইনস্ট্যান্ট চ্যাটিং প্ল্যাটফর্মটি জুম কন্ট্রোল ফিচার লঞ্চ করতে চলেছে। আপাতত iOS বিটা টেস্টারদের জন্য এই ফিচারটি লঞ্চ করা হয়েছে। যদিও কয়েকটি বিষয়ে এখনও ডেভেলপমেন্টের কাজ চলছে।
Whatsapp এর ২৪.৯.১০.৭৫ ভার্সন থেকে এই জুম কন্ট্রোল ফিচারটি পাওয়া যাবে। তবে বর্তমানে কিছু ফোনের ক্ষেত্রে স্ক্রিন প্রেস করে জুম-ইন, জুম আউটের সুবিধা পাওয়া যায়। তবে এবার থেকে সব ফোনের ক্ষেত্রেই ডেডিকেটেড বাটন রাখা হবে। ফিচারটি পুরোপুরি লঞ্চ হলে নতুন আপডেট ইনস্টল করলেই পাওয়া যাবে সুবিধা।