ইন্টারনেট না থাকলেও হোয়াটসঅ্যাপে শেয়ার করা যাবে ফাইল এবং ডকুমেন্ট। শুনতে অবাক লাগলেও সত্যি। হোয়াটসঅ্যাপে এমনই নয়া ফিচার আসতে চলেছে। সম্প্রতি এমনটাই জানিয়েছে Wabetainfo।
তবে, এক্ষেত্রে ছোট্ট একটি টুইস্ট রয়েছে। আসলে আপনার কাছাকাছি থাকতে হবে অন্য ডিভাইসটি। তবেই এই অফলাইন ফাইল-শেয়ারিং ফিচার ব্যবহার করা যাবে।
আরও পড়ুন - হাইস্পিড ডেটার সঙ্গে ৮০০ টিভি চ্যানেল এবং ১৪টি ওটিটি, রইল জিও ফাইবারের নয়া রিচার্জ প্ল্যানের হদিশ
অ্যান্ড্রয়েড ফোনে অফলাইন ফাইল শেয়ারিং ট্রান্সফারের ক্ষেত্রে ব্লুটুথের মাধ্যমে স্ক্যান করে দ্রুত ফাইল এক ফোন থেকে অন্য ফোনে পাঠানো যায়। এই ফিচার কাজে লাগিয়েই হোয়াটসঅ্যাপের এই সিস্টেম কাজ করা হবে।