থার্ড পার্টি চ্যাটিং সুবিধা চালু হতে চলেছে সবথেকে জনপ্রিয় চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াসটঅ্য়াপে। এর ফলে ব্যবহারকারীরা Whatsapp থেকে অন্য প্ল্যাটফর্মে চ্যাট করতে পারবেন।
এতদিন পর্যন্ত হোয়াটসঅ্য়াপ ব্যবহারকারীরা শুধুমাত্র ওই অ্য়াপের মাধ্যমেই চ্যাট করতে পারতেন। এমনকি, এন্ড টু এন্ড এনক্রিপশন থাকার ফলে মেটার অন্য প্ল্যাটফর্মেও চ্যাটিংয়ের সুবিধা নেই। কিন্তু অল্প দিনের মধ্যেই সেই সুবিধা চালু হতে চলেছে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ থেকে অন্য অ্যাপে টেক্সট, ইমেজ, ফাইল সেন্ড ও রিসিভ করা যাবে। নয়া এই ফিচারটির নাম দেওয়া হয়েছে থার্ড পার্টি চ্যাট।
ইতিমধ্যে হোয়াটসঅ্য়াপ বিটা ইনফোর তরফে এই ফিচারটির বিষয়ে জানানো হয়েছে। অনেক আগেই বিটা ব্যবহারকারীরা এই ফিচারটি নিজেদের অ্য়াপে পেয়ে গিয়েছেন। তবে প্রাথমিকভাবে ইউরোপের দেশগুলিতে এই ফিচারটি রোল আউট করা হবে। তারপর ধীরে ধীরে বিশ্বের প্রতিটি দেশের ব্যবহারকারীরা এই ফিচারটি পাবেন।
হোয়াটসঅ্য়াপ বিটা ইনফোর তরফে যে আপডেট দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে ফিচারটি iOS এবং Android এর জন্য ফাইনাল রোল আউট হবে। তারজন্য প্রত্যেক ব্যবহারকারীকে আপডেট অ্য়াপ আপডেট করতে হবে।
Whatsapp এর তরফে জানানো হয়েছে, Digital Market Act-এর যাবতীয় নিয়ম মেনেই এই ফিচারটি তৈরি করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা তৈরি হবে না।