বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ। হ্যাঁ একদমই ঠিক শুনছেন। নতুন বছরের শুরুর দিন থেকেই একাধিক ফোনে পুরোপুরি বন্ধ হয়ে যাবে WhatsApp। সংস্থার পেরেন্ট সংস্থা Meta-র তরফে এই বিষয়ে জানানো হয়েছে।
তবে সব ফোনে এই অ্যাপ কাজ করা বন্ধ করবে না। যে সব ফোনে Android Kitkat বা তার পূর্ববর্তী OS ব্যবহার করা হয় সেই সব ফোনে বন্ধ হবে Whatsapp।
কোন কোন ফোনে Whatsapp- ব্যবহার করা যাবে না?
Samsung- Galaxy S3, Galaxy Note 2, এবং Galaxy S4 Mini
Sony- Xperia T, Xperia V, Xperia Z এবং Xperia SP
Motorola- Moto G (1st Generation), Moto E 2014, এবং Razr HD
LG- Optimus G, G2 Mini, Nexus 4 এবং l90
HTC- One X, One X+, Desire 500 এবং Desire 601