আইফোনে ৮০ শতাংশের বেশি চার্জ হয় না। এমনটাই অভিযোগ করেন ব্যবহারকারীরা। ফলে অনেকেই দ্রুত চার্জ শেষ হয়ে যাওয়ায় খুব সমস্যায় পড়েন।
অনেকেই ভাবেন অত্যাধিক হিটের কারণে চার্জ বন্ধ হয়ে গিয়েছে। কারণ স্ক্রিনের উপরে লেখা থাকে, 'ব্যাটারি চার্জিং অন হোল্ড'। কিন্তু এটা শুধুমাত্র হিটের কারণে হয় না। আজ দেখে নেওয়া যাক এই সমস্যার কয়েকটি প্রধান কারণ।
১. এই সমস্যা নিয়ে অ্যাপেল নিজেদের ব্লগে জানিয়েছেন, যদি ফোনের চার্জিং বন্ধ হয়ে যায়, তাহলে দেখে নিতে হবে, ফোনের বক্সের সঙ্গে দেওয়া চার্জারে চার্জ হচ্ছে কি না। কারণ আসল চার্জার না ব্যবহার করলে এই সমস্যা হয়।
২. ফোন চার্জ করার সময় কোনও ওয়াল পাওয়ার সকেট, কম্পিউটার বা অ্যাপলের পাওয়ারের অন্যান্য আনুষাঙ্গিক প্লাগের সঙ্গে ফোন সংযুক্ত না রাখাই ভাল। এই কারণেই চার্জ হওয়া বন্ধ হয়ে যেতে পারে।
৩. ডিভাইসের চার্জিং পোর্টে ময়লা জমেছে কি না সেই খেয়ালও রাখতে হবে। কারণ ময়লা জমলে অনেক সময় চার্জ বন্ধ কয়ে যেতে পারে।
৪. চার্জ ৮০ শতাংশ হয়ে বন্ধ হয়ে গেলে একবার সেটিংস চেক করে নিতে হবে। কারণ আইফোনের আপডেটেড ভার্সনে ডিভাইসে অপ্টিমাইজ করার অপশন থাকে। ফলে ব্যাটারি আর ৮০ শতাংশের বেশি আর চার্জিং নেয় না। এক্ষেত্রে অপশনটি বন্ধ করে দিতে হবে।
৫.অনেক সময় চার্জিংয়ের সময় আইফোন কিছুটা গরম হতে পারে। সেক্ষেত্রে ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য, ফোনের সফ্টওয়্যারটি খুব গরম হয়ে গেলে আর চার্জ হয় না। এক্ষেত্রে ফোন ঠাণ্ডা করে ফের চার্জ করে নেওয়া যেতে পারে।