প্রায় প্রত্যেকের হাতেই এখন মোবাইল ফোন। সারাদিনের অনেক গুরুত্বপূর্ণ কাজই সেরে ফেলা হয় তার মাধ্যমে। কিন্তু মোবাইল ফোন সচল রাখতে প্রয়োজন রিচার্জ। কেউ রিচার্জ করেন ২৮ দিনের, কেউ আবার ৫৬ অনেকে আবার ৮৪ দিনের প্যাক ব্যবহার করেন। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন প্রিপেড রিচার্জ কখনই এক মাসের হয় না। এর পিছনে রয়েছে একটি বড় কারণ। জেনে নিন-
প্রিপ্রেড মোবাইল রিচার্জে ভ্যালিডিটি ২৮ দিন এবং তার গুনিতক হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু কোনও সার্ভিস প্রভাইডার ৩০ বা ৩১ দিনের রিচার্জ প্ল্যান বাজারে বের করে না। জানেন কি এর জন্য আপনাকে অনেক বেশি টাকা খরচ করতে করতে হচ্ছে। জেনে নিন কেন বেশি খরচ করতে হচ্ছে।
১২ মাসে এক বছর সম্পূর্ণ হচ্ছে। সুতরাং আপনি যদি ২৮ দিনের প্যাক ১২ বার রিচার্জ করেন তাহলে মোট ৩৩৬ দিন সম্পূর্ণ হচ্ছে। তারপরেও এক বছরে বাকি থাকছে ২৯ দিন। সুতরাং আরও একবার রিচার্জ করতে হচ্ছে গ্রাহকদের। অর্থাৎ হিসেব অনুযায়ী, এক বছরে ১৩ মাসের প্যাক দিয়ে রিচার্জ করতে হচ্ছে গ্রাহকদের। তারপরেও এক দিন বকেয়া থাকছে। অর্থাৎ তারজন্য ফের আরও একবার রিচার্জ করতে হবে। সুতরাং সব মিলিয়ে এক বছরে ১৪ মাসের রিচার্জ প্যাকের টাকা নিচ্ছে মোবাইল সংস্থাগুলি।
২৮ দিনের মোবাইল ফোনের বৈধতা থাকার ফলে গ্রাহকদের যেমন বেশি টাকা দিতে হচ্ছে তেমন অতিরিক্ত সুবিধাও পাওয়া যাচ্ছে না। ফলে বেশ কিছুটা আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদেরও।