সম্প্রতি লঞ্চ করেছে iPhone 16। অ্য়াপেল ইভেন্টে টিম কুকের হাত ধরে আত্মপ্রকাশ করেছে অ্য়াপেলের ওই ফ্ল্যাগশিপ মডেল। কী নেই ফোনটিতে? বিল্ট ইন অ্য়াপল ইন্টেলিজেন্স, ক্যামেরা কন্ট্রোলার থেকে শুরু করে A18 চিপ রয়েছে এই ফোনটিতে।
ইতিমধ্যে ভারতেও ফোনটি বিক্রি শুরু হয়েছে। অনলাইনের পাশাপাশি দেশের একাধিক অ্য়াপল স্টোরে ফ্ল্যাগশিপ এই ফোনটি কেনার জন্য লম্বা লাইন চোখে পড়েছিল। কিন্তু এই মডেলগুলির দাম যা রাখা হয়েছে তা মধ্যবিত্তের নাগালের বাইরে। সেইকারণে সাধ থাকলেও সাধ্যতে কুলোচ্ছে না।
কিন্তু অ্য়াপলের লেটেস্ট ডিজাইনের মডেলের ফোন কেনার জন্য দুর্দান্ত EMI প্ল্যান নিয়ে এল ক্যালিফোর্নিয়ার এই সংস্থাটি। অ্য়াপল ইন্ডিয়ার অনলাইন স্টোর এবং ই-কমার্স সাইটের মাধ্যমে EMI-তে কিনতে পারবেন পছন্দের এই স্মার্টফোন।
জেনে নিন EMI প্ল্যানগুলি-
Apple 16-এর প্রতিটি মডেলের দাম ভিন্ন। সবথেকে কম বাজেটের মধ্যে রয়েছে iPhone 16 এবং সর্বোচ্চ দাম রয়েছে iPhone 16 Pro Max-এর। অ্য়াপল ইন্ডিয়ার অনলাইন স্টোরে iPhone 16 এর প্রতিটি ভ্যারিয়েন্টের EMI ৫০০০ টাকা। অ্য়ামেরিকান এক্সপ্রেস, অ্য়াক্সিস ব্যাঙ্ক এবং ICIC এর কার্ডে EMI-এর সুবিধা রাখা হয়েছে।
এদিকে শুধু যে Apple ইন্ডিয়ার অনলাইন স্টোরে EMI-সুবিধা রয়েছে তা নয়। ই-কমার্স সাইট অ্য়ামাজনে ৪০০০ টাকার কমে মিলবে এই EMI-এর সুবিধা।
অ্য়ক্সিস ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক, ইন্ডাসিন্ড ব্যাঙ্ক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক, ওয়ান কার্ডের ব্যবহারকারীরা EMI এর সুবিধা পাবেন। সেক্ষেত্রে ৪০০০ হাজার টাকারও কমে কিনে নিতে পারেন iPhone 16।
অ্যামাজনে সর্বনিম্ন EMI এর সুবিধা দিচ্ছে স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাঙ্ক। এবং এরজন্য ক্রেতাদের প্রতিমাসে ৩৮৭৪ টাকা করে বিল পেমেন্ট করতে হবে। ২৪ মাসের জন্য এই EMI-দিতে হবে। তবে এই সুবিধা শুধুমাত্র iPhone 16 এর ক্ষেত্রে প্রযোজ্য।