বাজারে অনেক AI টুলস আছে। প্রম্পট দিলেই ছবি তৈরি হয়ে যায়। টেক্সট টু ইমেজ ফিচার এনেছে অনেক বড় বড় সংস্থাও। অনেক টুলস বিনামূল্যে পাওয়া যায়। আবার ভাল ফলাফল পেতে গেলে লাগে সাবস্ক্রিপশন। এবার ব্যবহারকারীদের জন্য AI ছবি বানিয়ে দেবে চ্যাটজিপিটি। তবে শর্ত রেখেই এই ছবি বানাবে তাঁরা।
মাইক্রোসফটের বিং, গুগল বার্ডস, সবাই টেক্সট টু ইমেজ তৈরি করার বিকল্প দিয়ে রেখেছে ব্যবহারকারীদের। তাই এবার ব্যবহারকারীদের AI ছবি বানানোর অনুমতি দিচ্ছে চ্যাটজিপিটি। তাও প্রিমিয়াম অ্যাকাউন্ট না থাকলেও এই কাজ করতে পারবেন। এক্স প্ল্যাটফর্মে ওপেন AI-এর পক্ষ থেকে জানানো হয়েছে, চ্যাটজিপিটি-তে যাঁদের সাবস্ক্রিপশন নেই, তাঁরা দিনে দুটি করে AI ছবি তৈরি করতে পারবেন। DALL E 3-এর পক্ষ থেকে এই ছবি তৈরি করবে চ্যাটজিপিটি।
ওপেন AI-এর অন্যতম সফটওয়ার এই DALL E 3। এর মাধ্যমেই স্কেচ বা পেন্টিংয়ের অপশন দিয়ে তৈরি করা যাবে আপনার পছন্দের ছবি। চ্যাট জিপিটির কাছে কী ধরনের ছবি তৈরি করতে চান, তা বিবরণ লিখলেই, ছবি তৈরি হয়ে যাবে।