Youtube Video:  ইউটিউব ক্রিয়েটরদের লক্ষ্মীলাভ, যে কেউ নতুন এই ফিচারে লাখ লাখ টাকা উপার্জন করতে পারবেন

Updated : Oct 28, 2024 09:03
|
Editorji News Desk

ধরুন আপনি কোনও একটি ভিডিয়ো দেখছেন Youtube-এ। সেই ভিডিয়োতে এমন কোনও প্রডাক্ট ব্যবহার করা হয়েছে যেটা আপনার খুব পছন্দ হয়েছে, এবং ইচ্ছা হলে আপনি কিনতেও পারবেন। বাস্তবে এমন হলে কেমন হয়? বিষয়টা অবাক লাগলেও এটাই সত্যি। এবার Youtube থেকেই কিনতে পারবেন পছন্দের প্রডাক্ট। 

অনলাইন ভিডিয়ো প্ল্যাটফর্ম হিসেবে Youtube সবথেকে জনপ্রিয়। কোনও খরচ ছাড়াই নিজের পছন্দমতো কন্টেন্ট দেখা সম্ভব। এবার আরও আকর্ষণীয় হতে চলেছে Youtube। কারণ শুধু ভিডিয়ো দেখা নয়, শপিং-এরও সুবিধা দেবে অ্যালফাবেট-এর এই সংস্থাটি। কানাডা এবং আমেরিকায় এই সুবিধা ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। চলতি মাসেই ভারতীয় ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন। পুরো বিষয়টি হবে অ্যাফিলিয়েট মার্কেটিং-এর মাধ্যমে। প্রডাক্ট বিক্রির ক্ষেত্রে সহায়তা করবে দুটি ই-কমার্স প্ল্যটফর্ম Flipkart এবং Myntra।

বিষয়টি ঠিক কী?

ধরে নিন আপনি কোনও একটি ভিডিয়ো দেখছেন। এবং সেই ভিডিয়ো-তে দেখানো এমন কোনও প্রডাক্ট বিক্রিও করা হচ্ছে ওই একই প্ল্যাটফর্মে। সরাসরি সেই প্রডাক্টের উপর ক্লিক করে কিনতেও পারবেন। এই পদ্ধতিকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। 

শপিং কীভাবে সম্ভব?

ধরে নিন আপনি কোনও একটি প্রডাক্ট পছন্দ করেছেন। ওই প্রডাক্টটি ভিডিয়ো পপ-আপ উইন্ডোতে লিস্টিং থাকতে হবে। তবেই কিনতে পারবেন। কেনার জন্য নির্দিষ্ট প্রডাক্টে ক্লিক করলেই তা রি-ডাইরেক্ট হয়ে যাবে Flipkart অথবা Myntra-তে। তারপর ওই দুই প্ল্যাটফর্ম থেকে প্রডাক্টটি অর্ডার করতে পারবেন। 

ভিডিয়োতে দেখানো যে কোনও প্রডাক্ট কেনা সম্ভব?

না, ভিডিয়োতে দেখানো যে কোনও প্রডাক্ট কিনতে পারবেন না। শুধুমাত্র ওই নির্দিষ্ট ভিডিয়োর সঙ্গে যে প্রডাক্ট লিস্টিং থাকবে সেগুলিই কিনতে পারবেন। এর বাইরে অন্য কোনও প্রডাক্ট কেনা সম্ভব নয়।

কোন ক্রিয়েটাররা এই প্রডাক্টগুলি দেখাবেন?

সব ক্রিযেটরকে অ্যাফিলিযেট মার্কেটিং ফিচার দেওয়া হয়নি। Youtube অ্যাফিলিয়েট মার্কেটিং-এ যোগ দেওয়ার জন্য ক্রিয়েটারদের ১০ হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে। এছাড়াও কোনও চ্যানেল যদি Made for kids এবং মিউজিক ভিডিয়োর হয় তাহলে সেই চ্যানেল গ্রাহ্য করা হবে না। পাশাপাশি কোনও চ্যানেলের যদি কমিউনিটি ভায়োলেন্স থাকে তাহলে সেই চ্যানেল থেকেও কোনও প্রডাক্ট বিক্রি করা সম্ভব নয়। 

Youtube-এর প্ল্যাটফর্মে পরিবর্তন

যেহেতু Youtube-এ অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু হয়েছে সেই কারণে প্ল্যাটফর্ম ডিজাইনেও বেশ কিছু পরিবর্তন এসেছে। ভিডিয়োর মাঝে প্রডাক্ট সেল-এর আইকন দেখা যাবে। এছাড়াও ডেসক্রিপশন অংশেও প্রডাক্ট ডিটেলস দেখা যাবে। তবে ওই অংশটি মিনিমাইজ করা সম্ভব। যাঁরা প্রডাক্ট কিনতে আগ্রহী নয় তাঁরা ওই অংশটি মিনিমাইজ করতে পারেন। 

ক্রিয়েটরদের কী লাভ হবে?

নতুন এই ফিচার চালু হওয়ার ফলে Youtube ক্রিয়েটররা আরও উপার্জন করতে পারবেন। Youtube-ব্লগের মাধ্যমে জানানো হয়েছে, ভিডিয়ো দেখার মাধ্যমে টাকা তো পাবেনই ক্রিয়েটররা এর পাশাপাশি প্রডাক্ট বিক্রি হলে সেখান থেকেও কমিশন পাবেন। সেক্ষেত্রে প্রডাক্টটি যে সংস্থা বিক্রি করছে তারাই ওই কমিশন দেবে ক্রিয়েটরদের। এছাড়াও ক্রিয়েটররা একসঙ্গে সর্বাধিক ৩০টি প্রডাক্ট দেখাতে পারবেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং কী?

এটি মার্কেটিং-এর একটি আধুনিক পদ্ধতি বলা যেতে পারে। এবং অনলাইন শপিং-এর ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। সেক্ষেত্রে ক্রেতাকে অন্য কোনও চ্যানেল থেকে ই-কমার্স প্ল্যাটফর্মে কনভার্ট করা হয়। এবং সেই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে প্রডাক্ট বিক্রি করা হয়। 

কোন অ্যাপে এই ফিচার ছিল?

এর আগে শর্ট ভিডিয়ো প্ল্যাটফর্ম Tiktok এবং সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম Snapchat এই ফিচার চালু করেছিল। এবার একই পথে হাঁটল Youtube।

YouTube

Recommended For You

editorji | প্রযুক্তি

Smartphone Buying tips: দামী স্মার্টফোন কেনার প্ল্যান করছেন! সত্যিই কোনও লাভ হবে আপনার? জেনে নিন

editorji | প্রযুক্তি

IQOO 13 specification: ঝকঝকে ছবি, আলট্রা কুলিং টেকনোলজি! ভারতে লঞ্চ হল IQOO 13

editorji | প্রযুক্তি

UBER One: বিনা পয়সায় Uber রাইড, কীভাবে পাবেন এই সুবিধা? জানুন

editorji | প্রযুক্তি

Apaar Card : আধারের মতোই গুরুত্বপূর্ণ পরিচয়পত্র 'আপার কার্ড', কী হবে এই নথি দিয়ে?

editorji | প্রযুক্তি

Death App: কোনদিন ঘনিয়ে আসবে মৃত্যু? জানিয়ে দেবে বিশেষ অ্যাপ