যত দিন যাচ্ছে ততই চিন্তার কারণ হয়ে উঠছে ডিপফেক। AI এর সাহায্যে যে কোনও ব্যক্তির ছবি ও কন্ঠস্বর ব্যবহার করে নকল ছবি তৈরি করা সম্ভব। এবং ইউটিউবে তা ছড়িয়ে দেয় চক্রান্তকারীরা। এবার এর বিরুদ্ধে নয়া প্রাইভেসি ফিচার লঞ্চ করতে চলেছে বিশ্বের জনপ্রিয় ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। কোনও ছবি বা গলার স্বর নকল করে কোনও ভিডিয়ো তৈরি করে ইউটিউবে আপলোড করলে তা রিপোর্ট করতে পারবে ব্যবহারকারীরা। যার ফলে পরবর্তী পদক্ষেপ নেবে Youtube।
সম্প্রতি নতুন কমিউনিটি গাইডলাইন্স পলিসি লঞ্চ করেছে গুগলের ওই ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম। সেখানে জানানো হয়েছে, ফেক ভিডিয়ো কমাতে নয়া ফিচার লঞ্চ করা হয়েছে। সেখানে কোনও ব্যবহারকারীর ফেক ভিডিয়ো ছড়িয়ে পড়ে ওই প্ল্যাটফর্মে তাহলে সেই ব্যক্তি রিপোর্ট করতে পারবেন।
সম্প্রতি ডিপফেক নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। অভিনেত্রী রশ্মিকা মন্দানার একটি ভুয়ো ছবি নেট মাধ্যমে ভাইরাল হয়েছিল। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এনিয়ে মুখ খুলেছিলেন। এবার ডিপফেক আটকাতে নয়া পদক্ষেপ নিল ইউটিউব।