এবার ইউটিউব ব্যবহারকারীদের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাসিস্ট্যান্ট আনছে গুগল। ভিডিয়ো দেখার সময় অনেক প্রশ্ন আসে মনে। এবার ব্যবহারকারীদের উত্তর দেবে AI অ্যাসিস্ট্যান্ট। গুগল মনে করে করছে, এতে ভার্চুয়াল অভিজ্ঞতা আরও ভাল হবে।
প্রাথমিকভাবে আমেরিকার ইউটিউব প্রিমিয়ামের ব্যবহারকারীকে এই AI ব্যবহার করতে পারবেন। ভিডিয়ো দেখার সময় রিয়েল টাইমে কুইজের মতো ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেবে AI। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই বাটন অন করলে আস্ক বাটন খুলে যাবে। প্রি-সেট প্রম্পট থাকবে। কন্টেন্ট অনুযায়ী সেগুলো ব্যবহার করে প্রশ্ন করতে পারবেন ব্যবহারকারীরা।
তবে প্রত্যেক ভিডিয়োর এই AI অ্যাসিস্ট্যান্ট থাকবে না। গুগল যে সব ভিডিয়োর ভাষা বুধতে পারবে, অর্থাৎ যে ভিডিয়োগুলি AI সাপোর্ট করবে, তাতেই এই অপশন পাওয়া যাবে। তবে এই পদ্ধতি শুরু করার আগে গুগলের শর্তাবলীতে অনুমতি দিতে হবে ব্যবহারকারীকে।