বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোতে প্যান্ডেল হপিং, খাওয়া-দাওয়া-সহ অনেক পরিকল্পনা থাকে। আর প্রত্যেক বছর দুর্গাপুজোর মন্ডপ, প্রতিমার অসংখ্য মুহূর্ত লেন্সবন্দি হয় আমাদের মোবাইল, ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায় আপডেট করেন অনেকেই। আবার অনেক ছবি পড়ে থাকে মোবাইল বন্দি হয়েই। তবে এবার কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য দারুণ সুযোগ নিয়ে এল ইউটিউব। শর্টসের সময়সীমা বাড়ানো হল। যার ফলে রাস্তাঘাটে ক্যামেরাবন্দি হওয়া অনেক ভিডিয়ো সহজেই আপলোড করতে পারবেন ইউটিউবাররা।
এতদিন পর্যন্ত ইউটিউব শর্টসের সময়সীমা ছিল ৬০ সেকেন্ড। ভার্টিকাল ফরম্যাটে ভিডিয়ো শুট করতে হত। তবেই তা শর্টস ফিডে আসত। দ্রুত ভাইরালও হত সেই ভিডিয়ো। টিকটক, রিলসের সঙ্গে প্রতিযোগিতার জন্য এই শর্ট ফরম্যাট চালু করে ইউটিউব। দীর্ঘদিন ধরেই ক্রিয়েটাররা আবেদন করেছিলেন, যাতে শর্টসের মেয়াদ বাড়ানো হয়। এবার এই নতুন ফিচার্সে ৩ মিনিটের শর্টস আপলোড করতে পারবেন ইউটিউবাররাও। এর ফলে লাইভে সুবিধা হবে কন্টেন্ট ক্রিয়েটারদের। মোবাইলে শুট করার সময় এই ফরম্যাটে কাজ করতেই সুবিধা হয়। ফ্রন্ট ক্যামেরার ব্যবহারও ভাল করে করতে পারবেন ক্রিয়েটাররা। এই নতুন ফরম্যাটে পুজো প্যান্ডেল হোক, বা কোনও পরিকল্পিত শুটিং, সব ক্ষেত্রেই অনেকটা সুবিধা হবে। তবে ১৫ অক্টোবরের পর থেকে চালু হবে এই নতুন ফরম্যাট। পুজো প্যান্ডেল, প্রতিমা দর্শনের রেকর্ড করা ভিডিয়ো পরবর্তীকালে আপলোড করতে সুবিধা হবে ক্রিয়েটারদের।
শুধু শর্টস ভিডিয়োর সময়সীমা বাড়ানোই নয়, অনেকগুলো নতুন আপডেট এনেছে ইউটিউব। এনগেজমেন্টের জন্য রিলসের মতো অনেক টেম্পলেটও আনা হয়েছে। এর মাধ্যমে রিমিক্স বা ট্রেন্ডিং ভিডিয়োকে নতুন করে ওই টেম্পলেটে ব্যবহার করতে পারবেন ক্রিয়েটাররা। এছাড়াও বড় ভিডিয়োকে শর্টসের মতো ক্লিপিং করে শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা। ইউটিউব একটি শর্টস ট্রেন্ডস পেজও তৈরি করছে। যেখানে এই মুহূর্তে তাঁদের প্ল্যাটফর্মে কোন কন্টেন্ট ভাইরাল, তা দেখা যাবে।