কানাডায় (Canada) ছুরি নিয়ে হামলায় কমপক্ষে মৃত্যু ১০ জনের। আহত হয়েছেন প্রায় ১২ জনের বেশি। রবিবার কানাডার দুটি জায়গায় আচমকা হামলা চালায় দুই যুবক। দুই অভিযুক্তকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ (Police)।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, জেমস স্মিথ ক্রি নেশান ও সাচকাচুয়ানের ওয়েল্ডনের কাছে ছুরি নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। কানাডিয়ান মাউন্টেড পুলিশের অ্যাসিট্যান্ট কমিশনার রোনডা ব্ল্যাকমোর জানিয়েছেন, পুলিশ এমার্জেন্সি কল থেকে জানতে পারে, এই হামলার ঘটনা। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আরও অনেক আহত নিজেরাই হাসপাতালে যাচ্ছেন। দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, দুই অভিযুক্তের নাম ড্যামিয়েন ও মাইল স্যানডেরসন। একজনের বয়স ৩০, অন্য জনের ৩১। পুলিশের বর্ণনা অনুযায়ী, দুই অভিযুক্তেরই চুল কালো, বাদামি চোখ। অ্যাসিট্যান্ট পুলিশ কমিশনার ব্ল্যাকমোর জানিয়েছেন, বিভিন্ন চেকপয়েন্ট ও হাইওয়েতে নাকাবন্দি করে তল্লাশি চালানো হচ্ছে।
আরও পড়ুন: তেলেভাজার স্বাদে মুগ্ধ ব্রিটিশ দম্পতি, জন্ম হল মানব 'পকোড়া'র!
এই হামলার ঘটনায় নিন্দাপ্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। টুইটারে লিখেছেন, "এই হামলা ভয়ঙ্কর ও দুর্ভাগ্যজনক। যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের সমবেদনাও জানিয়েছেন তিনি। জখমদেরও সুস্থতা কামনা করেছেন।"