মাঝ আকাশে নৌ-বাহিনীর দুই হেলিকপ্টারের সংঘর্ষ । মালয়েশিয়ায় মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের । মালয়েশিয়ার লুমুট নৌ স্টেডিয়ামে দুর্ঘটনাটি ঘটেছে । জানা গিয়েছে, মঙ্গলবার সকালে রয়্যাল মালয়েশিয়ান নেভি প্যারেডের মহড়া চলছিল । সেইসময় দুই কপ্টারের মধ্যে সংঘর্ষের জেরে ভেঙে পড়ে । মালয়েশিয়ার নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, দুই কপ্টারে থাকা ১০ জনেরই মৃত্যু বয়েছে ।
মাঝ আকাশে হেলিকপ্টার ভেঙে পড়ার ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । ভিডিওতে দেখা যাচ্ছে, মহড়া চলাকালীন একটি হেলিকপ্টার অন্য একটির খুব কাছে চলে আসে । তারপরই হঠাৎ সংঘর্ষ । ভেঙে পড়ে কপ্টার দু'টি । আছড়ে পড়ার পর দুটিতেই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে । জানা গিয়েছে, স্থানীয় সময় ৯টা ৩২ মিনিটে দুর্ঘটনাটি ঘটে ।