প্রত্যেকটি দিনের সঙ্গে জড়িয়ে থাকে ইতিহাস। ১০ মার্চের সঙ্গেও দেশ ও দুনিয়ার অনেক ইতিহাস জড়িয়ে। জেনে নিন, এদিন কী কী হয়েছিল।
১৮৭৬ সালে ১০ মার্চ। বিশ্বে প্রথম টেলিফোনের রিং বাজে এদিন। টেলিফোনের আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেল প্রথম টেলিফোন ব্যবহার করেন। তাঁর সহযোগী থমাস ওয়াটসনকে ফোন করেন তিনি। ওয়াটসনকে তিনি ফোনে বলেন, 'এদিকে এসো। তোমাকে প্রয়োজন।'
মহাকাশবিজ্ঞানের ইতিহাসে ১০ মার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন ১৯৭৭ সালে প্রথম শনি গ্রহের বলয় আবিষ্কার করেন বিজ্ঞানীরা। হাইড্রোজেন সালফাইড গ্যাস আবৃত করে রাখে শনি গ্রহকে। বিজ্ঞানীদের মতে, এই গ্যাসের গন্ধ অনেকটা পচা ডিমের মতো।
১০ মার্চ জন্মগ্রহণ করেন দেশের প্রথম মহিলা শিক্ষিকা সাবিত্রীবাই ফুলে। মেয়েদের উন্নতির জন্য নিজের জীবন সঁপে দিয়েছিলেন সাবিত্রীবাই। মাত্র ৯ বছরে বাল্যবিবাহ হয় তাঁর। এরপরই পড়াশোনা শুরু করেন তিনি। বাল্যবিবাহের বিরুদ্ধে ও বিধবাবিবাহ নিয়ে অনেক কাজ করেন তিনি। পুণেতে প্লেগের সময় প্রয়াত হন সাাবিত্রীবাই।