দশ বছরের এমার হাতে ছিল মাত্র কটা দিন। মেয়ের শেষ ইচ্ছে পূরণ করতে চেষ্টায় খামতি রাখেনি বাবা মা। বাল্যপ্রেম পরিণতি পাক, স্বপ্ন দেখত মেয়েটা। সেই স্বপ্নও সত্যি হল, মৃত্যুর বারো দিন আগে।
মার্কিন যুক্তরাষ্ট্রের এমা এডওয়ার্ডের লিউকোমিয়া ধরা পড়ে ২০২২ সালে, জুন মাসে চিকিৎসকেরা জানান, এমার হাতে আর কটা মাত্র দিন, বড় জোর কটা ঘণ্টা। শেষ কয়েকটা দিন এমার মুখে হাসি ফোটাতে ঘটা করে বিয়েই দিলেন এমার বাবা মা, পাত্র এমার শৈশবের বন্ধু ড্যানিয়েল মার্শাল।
বাড়ির বাগানে বসল বিয়ের উৎসব। শ খানেক অতিথিও এসেছিলেন। বিয়ের বারো দিনের মাথায় 29 জুন এমা এই পৃথিবী ছেড়ে চলে যায়।