ইতিহাসের বিভিন্ন তারিখের প্রাসঙ্গিকতা বিভিন্নরকম। এক-একটি দিন এক বা একাধিক বিশেষ ঘটনায় রঙিন। ১১ সেপ্টেম্বর তারিখে কোন বড় ঘটনা ঘটেছিল? কী কী কারণে আজকের দিনটি বিশেষ? জেনে নেওয়া যাক ইতিহাস।
১১ সেপ্টেম্বর। বিশ্ব ইতিহাসের সন্ত্রাসবাদের কালো অধ্যায়। ২০০১ সালে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা করে আলকায়দা গোষ্ঠী। এই ঘটনায় মৃত্যু হয় প্রায় ৩০০০ জন সাধারণ মানুষের। ঘটনার পর দায়স্বীকার করে আলকায়দা প্রধান ওসামা বিন লাদেন।
ভারতের ইতিহাসেও ১১ সেপ্টেম্বরের গুরুত্ব অপরিসীম। ১৮৯৩ সালের শিকাগো। আমেরিকার ধর্ম সম্মেলনে বক্তৃতা রেখেছিলেন স্বামী বিবেকানন্দ। বক্তৃতার শুরুতেই তাঁর 'আমেরিকার ভাই ও বোন' সম্বোধনে করতালিতে ভরে উঠেছিল সেই সভাঘর। ওই ধর্ম সম্মেলন থেকেই পশ্চিমী দেশে ভারতের পরিচয় নতুন করে শুরু হয়।
১৯০৬ সাল। ১১ সেপ্টেম্বর থেকে দক্ষিণ আফ্রিকায় প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন মহাত্মা গান্ধী। ওই সময় অহিংসা আন্দোলনও শুরু করেন মহাত্মা গান্ধী।