ভয়ঙ্কর তুষার ঝড়ে ভেঙে পড়ল উজবেকিস্তানের টিনের ওয়ার্কশপ। সেখানে তখন কাজ করছিলেন একদল শ্রমিক। চাপা পড়ে মৃত্যু হল ১২ জনের। তাঁদের মধ্যে অন্যতম ২৯ বছরের বাঙালি যুবক সাইফুদ্দিন মাইতি। হলদিয়ার ভবানীপুর থানার রাজনগর গ্রামে তাঁর বাড়ি। মাস চারেক আগে কাজ করতে উজবেকিস্তানে গিয়েছিলেন তিনি।
পরিমল পট্টনায়ক নামে আর এক বাঙালি যুবক একই জায়গায় কাজ করেন৷ দুর্ঘটনার সময় তিনি ঘটনাস্থলে না থাকায় সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচেছেন। মৃত সাইফুদ্দিনের পরিবারকে তিনিই মর্মান্তিক খবরটি জানান। মৃত সাইফুদ্দিনের বাড়িতে আছেন তাঁর স্ত্রী এবং শিশু সন্তান।
Prabhat Roy: গুরুতর অসুস্থ পরিচালক প্রভাত রায়, ভর্তি করা হল বেসরকারি হাসপাতালে
ফিটার মিস্ত্রি হিসাবে কাজ জানলেও এলাকায় কাজ পেতেন না সাইফুদ্দিন। তাই রোজগারের জন্য পাড়ি দিয়েছিলেন সুদূর উজবেকিস্তানে। সেখানেই মর্মান্তিক মৃত্যু হল তাঁর।