মেক্সিকোয় বন্দুকবাজের হানায় মৃত ১২। গুরুতর জখম অন্তত ৩ জন। স্থানীয় সময় শনিবার শিল্পনগরী গুয়ানাজুয়াতো শহরের একটি বারে হামলা চালায় একদল বন্দুকবাজ। ঘটনাস্থলেই মৃত্যু হয় কমপক্ষে ১২ জনের।
মেক্সিকোর শিল্পনগরী গুয়ানাজুয়াতো শহরে মাফিয়াদের দাপট চিরকালই। পুলিশের ধারণা, মেক্সিকোর ওই বারে মাফিরাই হামলা চালায়। বারে ঢুকে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে তারা। ঘটনাস্থলেই ৬ জন মহিলা-সহ ১২ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে কিছু বারের কর্মীও ছিলেন। কারা কী উদ্দেশ্যে এই হামলা চালাল, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: রাজ্যে ৬ বছরের রেকর্ড ভাঙল ডেঙ্গি, গত সপ্তাহে আক্রান্ত সর্বাধিক
প্রসঙ্গত, গত ৫ অক্টোবর দক্ষিণ-পশ্চিম মেক্সিকোর টোটালাপনের টাউন হলে হামলা করে বেশ কয়েকজন আততায়ী। বন্দুকবাজের হামলায় প্রাণ যায় শহরের মেয়র সহ মোট ১৮ জনের। হামলার আগে প্রাক্তন মেয়রের বাড়িতে ঢুকে হত্যা করা হয়।