ইজরায়েল-হামাস সংঘর্ষে প্রথমবার যুদ্ধবিরতি। শুক্রবার ২৫ জন পণবন্দিকে মুক্তি দিল হামাস। তাঁদের মধ্যে ১৩ জন ইজরায়েলি ও ১২ জন থাইল্যান্ডের নাগরিক। মুক্তি পাওয়া ইজরায়েলি নাগরিকদের রেড ক্রস সোসাইটির হাতে তুলে দেওয়া হয়েছে। থাই নাগরিকদেরও সংশ্লিষ্ট দূতাবাসের হাতে তুলে দেওয়া হবে।
গত বুধবার ইজরায়েলের ক্যাবিনেটে ভোটাভুটির মাধ্যমে ঠিক করা হয় ৫০ জন পণবন্দিকে মুক্তির শর্তে চার দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হবে। পরে জানানো হয়, শুক্রবার ভারতীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে যুদ্ধবিরতি শুরু হবে। এরপরই বন্দিদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হল।