নেপালের নদীতে উল্টে গেল ভারতের একটি যাত্রীবাহী বাস। শুক্রবার সকালে নেপালের তানাহুন জেলায় মারসাংদি নদীতে বাসটি উল্টে যায়। ঘটনায় কমপক্ষে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ২৯ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটির নম্বর প্লেট উত্তরপ্রদেশের ছিল। পোখারা থেকে কাঠমান্ডু হয়ে গোরখপুরের পথে যাচ্ছিল বাসটি। তানাহুন জেলার পুলিশ কর্তা মোহন বাহাদুর খান জানিয়েছেন, এখনও পর্যন্ত এই ঘটনায় ২৯জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নেপালের বিপর্যয় মোকাবিলা বাহিনীর ট্রেনিং স্কুলের ৪৫ জন পুলিশকর্মী ঘটনাস্থলে গিয়েছে। উদ্ধারকাজ শুরু হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, বাসের সব পর্যটকই ভারতীয় ছিলেন।
গত ২ মাসে নেপালের বিভিন্ন স্থানে অবিরাম বর্ষণ ও ধসের ফলে একাধিক দুর্ঘটনা ঘটেছে। গত মাসে ত্রিশূলী নদীতেই দুটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। মৃত্যু হয় ৬৫ জনের। নেপালের ধস ও বন্যায় এই বছর ২০০ জনের মৃত্যু হয়েছে। ৫০০০ জন ঘর হারিয়েছেন।