কয়েন থেকে পুতুল, খবরের কাগজ থেকে স্টাম্প- এমন নানা জিনিসের সংগ্রাহকের কথা আমরা প্রায়শই শুনে থাকি। কিন্তু, যদি শোনেন একজন শুধু বেডপ্যান সংগ্রহ করেন, তাহলে? তাও এক বছর-দু'বছর ধরে নয়। টানা ৪০ বছর ধরে! ১৯৮৪ সাল থেকে ইংল্যান্ডের নিউ মার্কেট এলাকার বাসিন্দা মেসি জেকবসের এই সংগ্রহের কথা জানতে পেরে চোখ কপালে উঠে গিয়েছে এমনকি অনেক বাঘা সংগ্রাহকেরও! ৭৭ বছর বয়সী মেরি এখন তাঁর সংগ্রহ থেকে বেডপ্যানগুলি বিক্রি করতে চান। কিন্তু, তাঁর দুঃখ একটাই। কেউই সেইসব বেডপ্যান কেনার ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহ পোষণ করছে না! তাঁর তাই অভিপ্রায়, মিডিয়ার মাধ্যমে তাঁর এই সংগ্রহের কথা জেনে কেউ এগিয়ে আসুন। কিনে নিন তাঁর বিপুল সংগ্রহ থেকে বহু বেডপ্যান।
তাঁর কথায়, "আমার সন্তানরাও চায়, আমি এগুলো কোনও নিলামে বিক্রি করে দিই। কিন্তু আমি সবক'টা বিক্রি করতে চাই না। অনেকদিন ধরে একটু একটু করে সংগ্রহ করেছি এইসব। ওরা আমারই। তবে, এই সংগ্রহ থেকে বেশ কয়েকটাও যদি কেউ কেনেন, তাহলে উপকার হয়। মিউজিয়ামে দেওয়ার কথা ভেবেছিলাম। যাঁরা নিলাম করেন, তাঁরাও আমাকে জানিয়েছেন, এমন 'অদ্ভুত' সংগ্রহের কথা এর আগে তাঁরা কেউ শোনেননি'।
সবথেকে মহার্ঘ্য বেডপ্যানটির মূল্য ১৮ ইউরো। ৭৭ বছরের বৃদ্ধার আকুল অনুরোধেও এখনও পর্যন্ত কোনও সাড়া পাওয়া যায়নি। যা পাওয়া গিয়েছে, তা মূলত রসিকতা ও তাচ্ছিল্য। তবু, তিনি হাল ছাড়েননি। আগলে বসে রয়েছে তাঁর সংগ্রহের বিভিন্ন আকার ও রঙের মোট ১৬৩টি বেডপ্যানকে।
প্রশ্ন শুধু একটাই। স্ট্যাম্প সংগ্রাহকদের যে পোশাকি নামে ডাকা হয়, তা হল- 'ফিলাটেলিস্ট'। ফেলুদা-প্রেমী বাঙালি পাঠক বহু বছর আগে থেকেই তা জানেন। কিন্তু, বেডপ্যান সংগ্রাহকদের জন্য কী নাম ঠিক করবে ডিকশনারি?