ঘরটা নোংরা। তাই পরিষ্কার করে রাখার কথা বলছিল মা। তাতেই রেগে গেল ছেলে। প্রথমে মায়ের মাথায় ফ্রাইং প্যানের তীব্র আঘাতের পর শরীরের একাধিক কোপ মারল। শুধু তাই নয়। মা'কে কোপ মারার পর মায়ের গাড়ির চাবি ও টাকাপয়সার ব্যাগ নিয়ে চম্পট দিল সে। যদিও, শেষমেশ ধরা পড়ল পুলিশের হাতে। এই অতিনাটকীয় ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লোরিডায়। সূত্রের খবর, অভিযুক্তকে ধরার জন্য রীতিমতো ঘাম ঝরাতে হয় ফ্লোরিডার পুলিশকে। অনেক তোলপাড়ের পর ধরা পড়ে সেই টিনএজার।
পুলিশের কাছে জেরার মুখে ভেঙে পড়ে সে জানায়, বারবার ঘর পরিষ্কার করার কথা বলে তাকে 'বিরক্ত' করছিল তার মা। সেই কারণেই, রাগের মাথায় মা'কে হত্যার পরিকল্পনা করে সে। এক ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে বন্দুক নিয়ে এসে নিজের মা্কে গুলি মারা পরিকল্পনাও ছিল বলে জানিয়েছে অভিযুক্ত।
অভিযুক্তের মায়ের অবস্থা আশঙ্কাজনক। আপাতত, হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।