এখনও কোভিড (Covid 19) নিয়ে বিশ্বে উদ্বেগ কাটেনি। এরই মধ্যে মানবশরীরে বিরল প্রজাতির ভাইরাস। ঘানায় দুই ব্যক্তির শরীরে পাওয়া গিয়েছে এই ভাইরাস। বিজ্ঞানীদের মতে, এই ভাইরাসের নাম মারবার্গ (Marburg Virus)। ইবোলার মতো এই ভাইরাস অনেক বেশি সংক্রামক। ঘানার স্বাস্থ্য দফতর জানিয়েছে, জুলাই মাসের শুরুতে দুই ব্যক্তির শরীরে এই ভাইরাসের হদিস পাওয়া যায়। ১৭ জুলাই দুই আক্রান্তরই মৃত্যু হয়।
ঘানা হেলথ সার্ভিস (GHS) এক বিবৃতিতে জানিয়েছে, "ডাকারে ইনস্টিটিউট পাস্তুরে এই দুই ব্যক্তির রক্তের নমুনা পরীক্ষা করা হয়। তারপর সেনেগালের পরীক্ষাগারে পুনরায় পরীক্ষা হয় তাদের রক্ত।" মারবার্গ ভাইরাসের সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, তা নিয়ে সতর্ক ঘানা প্রশাসন। ওই মৃত দুই ব্যক্তির সঙ্গে যারা সরাসরি সংস্পর্শে এসেছিলেন, তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
আরও পড়ুন: ভারতে মাঙ্কিপক্সে দ্বিতীয় আক্রান্তের হদিশ, কেরলের হাসপাতালে ভর্তি যুবক
তবে এর আগে বিশ্বে মারবার্গ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এক ব্যক্তি। তিনি আফ্রিকার গিনি অঞ্চলের বাসিন্দা। তবে সেক্ষেত্রে সংক্রমণ ছড়ায়নি সেভাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছেন, একাধিক বন্যপ্রাণীর মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। তবে সবথেকে বেশি সংক্রামণ ছড়ানোর কারণ বাদুড়। আক্রান্তের কাছাকাছি থাকলেও সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।