মার্কিন মুলুকে বন্দুকবাজদের হানা অব্যাহত। মঙ্গলবার তাদের হামলা ভার্জিনিয়ায় প্রাণ হারালেন দুই জন। জখম আরও পাঁচ। আহত অবস্থায় হাসপাতালে আরও তিন। একটি সমাবর্তন অনুষ্ঠানের সময় এই হামলা হয়। পুলিশ অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করলেও, হামলার কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশের দাবি, কমনওয়েলথ ইউনিভার্সিটির থিয়েটারের বাইরে গুলি চলে। ওই সময় থিয়েটারের ভিতরে তিনটি স্কুলের সমাবর্তন অনুষ্ঠান চলছিল।
ফলে প্রশ্ন উঠছে, বন্দুক নিয়ে একাধিক আইন আনার পরেও কী হল। বারবার একইভাবে মানুষের মৃত্যু হচ্ছে আমেরিকা, তারপরেও কেন চুপ বাইডেন সরকার, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।