রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে প্রাণ হারিয়েছেন ওয়াগনার গোষ্ঠীর প্রায় ২১ হাজার সেনাবাহিনী। এমনই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি। এবং তাঁদের সকলেই রাশিয়ার হয়ে যুদ্ধ করছিলেন। পাশাপাশি জেলেনেস্কির দাবি গোটা বিশ্বই পুতিনকে খুন করতে চায়। যদিও এই বক্তব্যের পক্ষে কোনও জোরালো যুক্তি দিতে পারেননি ।
সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলন করেন জেলেনেস্কি। সেখানে তাঁর দাবি, প্রায় ২১ হাজার ওয়াগনারকে হত্যা করেছে ইউক্রেনের সেনাবাহিনী। পাশাপাশি যুদ্ধে আহত হয়েছেন ৮০ হাজার সেনা। তবে কীসের ভিত্তিতে এই তথ্য দিয়েছেন জেলেনেস্কি তা স্পষ্ট করেননি তিনি।
এদিকে ওয়াগানার বাহিনী তথা রুশ সেনার উপর ফের তড়িঘড়ি করে আক্রমণ করতে চাইছেন না জেলেনেস্কি। তাঁর দাবি, পুতিনের সেনাদের উপর হামলার জন্য কৌশলী পথ অবলম্বন করতে হবে। কারণ তা না হলে প্রতিটি জায়গা দখলের জন্য জীবনহানি হতে পারে।