বিদেশে পড়তে গিয়ে খুন হলেন এক ভারতীয় পড়ুয়া। ঘটনাটি ঘটেছে কানাডার টরন্টোয়। জানা গিয়েছেন, কার্তিক বাসুদেব নামের ওই ছাত্রকে বৃহস্পতিবার শহরের এক টিউব স্টেশনে ঢোকার মুখে গুলি করা হয়। ২১ বছরের ওই ছাত্র ঘটনাস্থলে প্রাণ হারান বলেই পুলিশের দাবি। প্রাথমিক ভাবে ঘটনাটিকে দুষ্কৃতীদের হামলা বলেই জানিয়েছে টরন্টো পুলিশ।
ভারতীয় ছাত্র বাসুদেব কানাডার সেনেকা কলেজে পড়াশোনা করতেন। সেখানকার বিজনেস ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই সূত্রেই একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। শেরবোর্ন অঞ্চলের সেন্ট জেমস টাউনের সাবওয়ে স্টেশনে ঢোকার সময় গ্লেন রোডের প্রবেশপথের কাছে তাঁকে কাছ থেকে একাধিক বার গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু বলে টরন্টো পুলিশ সূত্রের খবর।
বাসুদেবের মৃত্যুতে শোক প্রকাশ করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর টুইট, ‘এই ঘটনায় শোকাহত। পরিবারকে জানাই গভীর সমবেদনা।’ বিদেশ মন্ত্রক সূত্রের খবর, খুনের তদন্তের গতিপ্রকৃতি জানার জন্য কানাডার ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষ টরন্টো পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে।