মার্কিন যুক্তরাষ্ট্রের লিউইসটন, মেইন অঞ্চলে দফায় দফায় হওয়া গুলি বর্ষণে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
গোলা গুলিতে বহু মানুষ জখম হয়েছে বলে জানা যাচ্ছে। মেইন সিটির দুটি আলাদা জায়গায় গুলি চালানো হয়েছে, আততায়ীর খোঁজ করছে সে দেশের পুলিশ। আহতদের হাসপাতালের ভর্তি করার ব্যবস্থাও করা হয়েছে ভলে জানিয়েছে পুলিশ।
তদন্তের কাজে সাহায্যের জন্য মেইন সিটির দোকান পাট, বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে, আততায়ী চিহ্নিত করার জন্য সন্দেহভাজন দু'জনের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করাও হয়েছে।